Wednesday, March 23, 2016

বিশ্ব তথ্য বা World Information

১. বিশ্বব্যাংকের বর্তমান
প্রেসিডেন্ট কে?
উত্তরঃ জিম ইয়ং কিম।
২. এশীয় অবকাঠামো বিনিয়োগ
ব্যাংক (AIIB)’র প্রেসিডেন্ট কে?
উত্তরঃ জিন লিকুন।
৩. এশীয় অবকাঠামো বিনিয়োগ
ব্যাংক’র কাউন্সিলের প্রথম
চেয়ারম্যান কে?
উত্তরঃ লউ-জিওয়েই।
৪.

বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO)-এর
বর্তমান মহাসচিব কে?
উত্তরঃ পেত্তেরি তালাশ
(ফিনল্যান্ড)।
৫. ২০১৬ সালে চতুর্থ বিমসটেক শীর্ষ
সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ নেপাল।
৬. ১৩তম ওআইসি (OIC) শীর্ষ সম্মেলন
কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ১৪-১৫ এপ্রিল ২০১৬; ইস্তানবুল,
তুরস্ক।
৭. ১৭তম ন্যাম (NAM) শীর্ষ সম্মেলন
কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ১৪-১৬ জুলাই ২০১৬; কারাকাস,
ভেনিজুয়েলাতে।
৮. ১১তম আসেম (ASEM) শীর্ষ সম্মেলন
কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ১১-১৫ জুলাই ২০১৬;
উলানবাটোর, মঙ্গোলিয়ায়।
৯. বিশ্বে আবিষ্কৃত মৌলিক পদার্থ
কতটি?
উত্তরঃ ১১৮টি।
১০. সবচেয়ে বেশি বার বিশ্বকাপ
ফুটবল জয়ী দেশ কোনটি?
উত্তরঃ ব্রাজিল।
১১. বাংলাদেশের পাবলিক
বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে প্রথম
নারী উপাচার্য হিসেবে নিয়োগ
দেয়া হয় কোন বিশ্ববিদ্যালয়ে?
উত্তরঃ জাহাঙ্গীরনদর
বিশ্ববিদ্যালয়ে।
১২. 2016 Summer Olympics will be held at -
উত্তরঃ Rio de Janeiro-তে।
১৩. শাপলা চত্বরের স্থপতি কে?
উত্তরঃ আজিজুল জলিল পাশা।
১৪. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ
অনুষ্ঠানে বাংলাদেশের
প্রতিনিধি
কে ছিলেন?
উত্তরঃ গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
১৫. কোন মোঘল সুবাদার চট্টগ্রাম দখল
করে এর নাম রাখেন ইসলামাবাদ?
উত্তরঃ শায়েস্তা খান।
১৬. ভারতবর্ষে ‘ঘোড়ার ডাক’ এর
প্রচলন করেন কে?
উত্তরঃ শেরশাহ।
১৭. ‘ম্যাকমোহন’ লাইন কোন কোন
দেশের বিভক্তি রেখা?
উত্তরঃ ভারত-চীন।
১৮. স্বাধীন বাংলাদেশের
রাজধানী হওয়ার পূর্বে ঢাকা
বাংলার রাজধানী ছিল কতবার?
উত্তরঃ তিনবার।
১৯. সোয়াত উপত্যকা কোন দেশে?
উত্তরঃ পাকিস্তানে।
২০. কোন সালে ফরাসী বিপ্লব
সংঘটিত হয়?
উত্তরঃ ১৭৮৯ সালে।
২১. আজকের কোন দেশটি
প্রাচীনকালে পারস্য নামে
পরিচিত ছিল?
উত্তরঃ ইরান।
২২. ইসরাইলের পার্লামেন্টের নাম
কি?
উত্তরঃ নেসেট।
২৩. সুয়েজ খাল কোন কোন
মহাসাগরকে সংযুক্ত করেছে?
উত্তরঃ লোহিত সাগর ও।ভূমধ্যসাগর।
২৪. আমেরিকা মহাদেশ কে
আবিষ্কার করেন?
উত্তরঃ কলম্বাস।
২৫. চাকমারা প্রধানত কোন
ধর্মাবলম্বী?
উত্তরঃ বৌদ্ধ ধর্ম।
২৬. ১৯৭১ এ মুক্তিযুদ্ধের সময় বিশ্বের
কাছে বাংলাদেশকে কে তুলে
ধরেন?
উত্তরঃ জর্জ হ্যারিসন, সাইমন ড্রিং,
পণ্ডিত রবি শংকর এর মতো
উল্লেখযোগ্য ব্যক্তিগণ।
২৭. বাংলাদেশের উন্নয়ন
ফোরামের
সমন্বয়কারী সংস্থা কোনটি?
উত্তরঃ বিশ্ব ব্যাংক।
২৮. বাংলাদেশকে স্বীকৃতি
দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ
কোনটি?
উত্তরঃ পোল্যান্ড।
২৯. কোন সালে যুক্তফ্রন্ট প্রাদেশিক
নির্বাচনে জয় লাভ করে?
উত্তরঃ ১৯৫৪ সালে।
৩০. ভারতের ২৮তম রাজ্য কোনটি?
উত্তরঃ ঝাড়খন্ড।

No comments:

Post a Comment

Flag Counter [URL=https://info.flagcounter.com/O2xf][IMG]https://s04.flagcounter.com/count/O2xf/bg_FFFFFF/txt_000000/border_CCCCCC/columns_2/maxflags_18/viewers_0/labels_0/pageviews_0/flags_0/percent_0/[/IMG][/URL]