ইতিহাসের এই দিনে Or On this day in history
ঘটনাবলী
- ০৫৯৭ খ্রিস্টপূর্বের এই দিনে ব্যাবিলনিয়ানরা জেরুসালেম লুণ্ঠন করে এবং রাজা হিসাবে জ্যাকোনায়া কে বাদ দিয়ে জ্যাডেকিয়া কে সিংহাসন দেয়া হয়।
- ১১৯০ সালে এই দিনে ইয়র্ক এর ক্লিফোর্ডস টাওয়ারে ইহুদীদের গণহত্যা করা হয়।
- ১৯৩৫ সালে এই দিনে হিটলার ভার্সাই চুক্তি ভঙ্গ করে বাধ্যতামূলক সামরিক নিয়োগ পুনর্প্রবর্তন করেন।
- ১৯৭৮ সালে এই দিনে সোভিয়েত নভোচারীরা ৩৫ মিলিয়ন মাইল প্রদক্ষিণ সম্পন্ন করে।
- ১৯৮৯ সালে এই দিনে মিশরের গিজার মহা পিরামিড এর পাশে ৪,৪০০ বছর পুরানো একটি মমি পাওয়া যায়।
- ২০০৫ সালে এই দিনে ইসরাইল আনুষ্ঠানিকভাবে জেরিকো নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের উপর ছেড়ে দেয়।
জন্ম
- ১৭৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্যারোলিন হার্শেল, তিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী।
- ১৭৫১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস ম্যাডিসন, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ রাষ্ট্রপতি।
- ১৭৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ সায়মন ও’ম, তিনি ছিলেন জার্মান পদার্থবিজ্ঞানী।
• ১৮৩৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সুলি প্রুদোম, তিনি ছিলেন ফরাসি সাহিত্যিক।
- ১৮৮০ খ্রিস্টাব্দের এই দিনে অভিধানকার ও সাহিত্যিক রাজশেখর রসু (পরশুরাম) জন্ম গ্রহণ করেন।
- ১৮৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সেসার ভাইয়েহো, তিনি ছিলেন পেরুর কবি, লেখক, নাট্যকার ও সাংবাদিক।
- ১৯১২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্যাট নিক্সন, তিনি ছিলেন আমেরিকান শিক্ষাব্রতী ও ৩৯ তম ফার্স্ট লেডি।
- ১৯১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফ্রেডেরিক রেইনেস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ।
- ১৯২৩ খ্রিস্টাব্দের এই দিনে রাজনীতিবিদ সৈয়দ আলতাফ হোসেন জন্ম গ্রহণ করেন।
- ১৯২৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে ভ্লাদিমির কোমারোভ, তিনি রাশিয়ান পাইলট, ইঞ্জিনিয়ার ও মহাকাশচারী।
- ১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে বেরনার্দো বেরতোলুচ্চি, তিনি ইতালীয় পরিচালক ও চিত্রনাট্যকার।
- ১৯৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কবীর সুমন, তিনি বাঙালি গায়ক।
- ১৯৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রিচার্ড ম্যাথিউ স্টলম্যান, তিনি মার্কিন প্রোগ্রামার, মুক্ত সোর্সের প্রবক্তা ও গনু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।
- ১৯৭৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হিথ হিল্টন স্ট্রিক, তিনি সাবেক জিম্বাবুয়ের ক্রিকেটার।
- ১৯৮৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন থিও ওয়ালকোট, তিনি ইংরেজ ফুটবল।
মৃত্যু
- ০০৩৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন টাইবেরিয়াস, তিনি ছিলেন রোমান সম্রাট।
- ০৪৫৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন তৃতীয় ভালেন্টিনিয়ান, তিনি ছিলেন রোমান সম্রাট।
- ১৯১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চার্লস আলবার্ট গোবাট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইস আইনজীবী ও রাজনীতিবিদ।
- ১৯৩০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মিগুয়েল প্রিমো দে রিভেরা, তিনি ছিলেন স্প্যানিশ জেনারেল, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
- ১৯৩৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন জেমস রিকার্ড ম্যাক্লিয়ড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ চিকিৎসক ও শারীরবিজ্ঞানী।
- ১৯৪০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সেলমা ওতিলিয়ানা লভিসিয়া লাগেরলফ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ লেখক।
- ১৯৭১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অমলকৃষ্ণ সোম, তিনি ছিলেন বাঙালি মঞ্চাভিনেতা।
- ১৯৭৯ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসি অর্থনীতিবিদ ঝাঁ মোনে মৃত্যুবরণ করেন।
- ১৯৮৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন হয়াগল্যান্ড, তিনি ছিলেন আমেরিকান ফটোগ্রাফার।
- ১৯৯৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডেরেক হ্যারল্ড রিচার্ড বার্টন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান রসায়নবিদ ও শিক্ষক।
- ২০০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মানজারুল ইসলাম রানা, তিনি ছিলেন বাংলাদেশী ক্রিকেটার।
- ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জামাল নজরুল ইসলাম, তিনি ছিলেন বাংলাদেশী পদার্থবিজ্ঞানী ও মহাবিশ্বতত্ত্ববিদ।
No comments:
Post a Comment