Sunday, March 27, 2016

আজকের এই দিনে

আজ রবিবার | ১৩ চৈত্র ১৪২২ | ১৭ জমাদিউস সানি ১৪৩৭ হিজরি | ২৭ মার্চ ২০১৬ খ্রিষ্টাব্দ
• আজ বিশ্ব নাট্য দিবস৷
• ০০৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে স্টাটিউস, তিনি ছিলেন রোমান কবি।
• ১৮৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভিলহেল্ম কনরাড র‌ন্টগেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী একজন জার্মান পদার্থবিদ।
• ১৮৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অতো ওয়ালাচ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ ও শিক্ষাবিদ।
• ১৮৭১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে হাইনরিখ মান, তিনি ছিলেন জার্মান লেখক ও কবি।
• ১৯০১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইসাকু সাটো, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জাপানি রাজনীতিবিদ ও ৬১ তম প্রধানমন্ত্রী।
• ১৯১২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেমস ক্যালাহান, তিনি ছিলেন ইংরেজ লেফটেন্যান্ট, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
• ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইভান গাস্পারভিক, তিনি ছিলেন স্লোভাকিয়া আইনজীবী, রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।
• ১৯৪২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন এডওয়ার্ড সুলস্টন, তিনি নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জীববিজ্ঞানী।
• ১৯৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মল্লিকা সেনগুপ্ত, তিনি ভারতীয় বাঙ্গালী কবি ও সমাজকর্মী।
• ১৯৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কুয়েনতিন তারানতিনো, তিনি মার্কিন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা।
• ১৯৭২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিমি ফ্লয়েড হ্যাসেলবেইংক্, তিনি হল্যান্ডের একজন কৃতি ফুটবল খেলোয়াড়।
• ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পলিনা গ্যাগারিন, তিনি রাশিয়ান গায়ক, গীতিকার ও অভিনেত্রী।
• ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রেন্ডা সং, তিনি আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।
• ১৯৮৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আটসুটো উচিদা, তিনি জাপানি ফুটবলার।
• ১৯১৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেনরি অ্যাডাম্স, তিনি ছিলেন একজন মার্কিন ইতিহাসবিদ, সাংবাদিক ও ঔপন্যাসিক।
• ১৯৬৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জারস্লাভ হেয়রোভস্ক্য, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী চেক রসায়নবিদ।
• ১৯৬৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইউরি গ্যাগারিন, রুশ নভোচারী, তিনি ছিলেন মহাকাশচারী প্রথম ব্যক্তি প্রশিক্ষনের সময় বিমান দুর্ঘটনায় নিহত হন।
• ১৯৭১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জ্যোতির্ময় গুহঠাকুরতা, তিনি ছিলেন বাংলাদেশী শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী।
• ১৯৭২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এম. সি. এশ্যর, তিনি ছিলেন একজন ওলন্দাজ চিত্রলেখ শিল্পী।
• ১৯৮২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফজলুর রহমান খান, তিনি ছিলেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত স্থপতি ও পুরকৌশলী।
• ২০০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন পল ক্রিশ্চিয়ান লতেরবার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।

No comments:

Post a Comment

Flag Counter [URL=https://info.flagcounter.com/O2xf][IMG]https://s04.flagcounter.com/count/O2xf/bg_FFFFFF/txt_000000/border_CCCCCC/columns_2/maxflags_18/viewers_0/labels_0/pageviews_0/flags_0/percent_0/[/IMG][/URL]