Sunday, March 27, 2016

এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন

1: নিন্দা করার অযোগ্য= অনিন্দ্য
2. ফুল হতে তৈরি= ফুলেল
3.নিজেকে বড় মনে করে যে= হামবড়া
4. পা ধুইবার জল= পাদ্য
5.বহুর মধ্যে প্রধান= শ্রেষ্ঠ
6.প্রেম করবার ইচ্ছা=প্রেমীষা
7.একই সময়ে=যুগপৎ
8.কাজ সমাধা হয় যা দ্বারা=কেজো
9.কর্মে অতিশয় কুশল=কর্মঠ
10.ঘরে ঘরে=ঘরপিছু
11.ঘরের অভাব =হা-ঘর
12.ঘর নাই যার=হা-ঘরে
13.গম্ভীর ধ্বনি=মন্দ্র
14.ক্রমকে বজায় রেখে=যথাক্রমে/ক্রমান্বয়ে
15.খাওয়ার যোগ্য=খাদ্য
16.খাওয়ার ইচ্ছা =ক্ষুধা
17.খাওয়ার জন্য যে খরচ=খাইখরচ
18.ক্রমে যা এসেছে=ক্রমাগত
19.অবসরের অভাব=অনবসর
20.আকাশ ও পৃথিবী=ক্রন্দসী

No comments:

Post a Comment

Flag Counter [URL=https://info.flagcounter.com/O2xf][IMG]https://s04.flagcounter.com/count/O2xf/bg_FFFFFF/txt_000000/border_CCCCCC/columns_2/maxflags_18/viewers_0/labels_0/pageviews_0/flags_0/percent_0/[/IMG][/URL]