Wednesday, March 09, 2016

ইতিহাসের এই দিনে

আজ বুধবার | ২৬ ফাল্গুন ১৪২২ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৩৭ হিজরি | ০৯ মার্চ ২০১৬ খ্রিষ্টাব্দ
• ২০১৫ সালে এই দিনে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে উন্নীত হয়৷
• ১৪৫৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আমেরিগও ভেসপুসি, তিনি ছিলেন ইতালীয় মানচিত্রকর এবং এক্সপ্লোরার।
• ১৮১৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টারাস শেভচেঙ্কো, তিনি ছিলেন ইউক্রেনীয় কবি ও নাট্যকার।
• ১৮৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ভ্যাচেস্লাভ মলোটভ, তিনি ছিলেন রাশিয়ান রাজনীতিবিদ ও মন্ত্রী।
• ১৯২৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়াল্টার কোন, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ।
• ১৯২৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিল্লুর রহমান, তিনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি।
• ১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন কাইয়ুম চৌধুরী, তিনি ছিলেন বাংলাদেশের স্বনামধন্য চিত্রশিল্পী।
• ১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইউরি গ্যাগারিন, তিনি ছিলেন রাশিয়ান কর্নেল, পাইলট ও মহাকাশচারী।
• ১৯৪২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জন কালে, তিনি ওয়েলশ গায়ক, গীতিকার, ভিওলা বাদক ও প্রযোজক।
• ১৯৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবার্ট জেমস ববি ফিশার, তিনি ছিলেন আমেরিকান দাবা খেলোয়াড় ও লেখক।
• ১৯৫১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাকির হোসেন, তিনি ভারতীয় তবলা বাদক, সুরকার ও অভিনেতা।
• ১৯৫৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অরনেলা মুতী, তিনি ইতালীয় অভিনেত্রী।
• ১৯৫৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন তাকাকি কাজিটা, তিনি নোবেল পুরস্কার বিজয়ী জাপানি পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
• ১৯৬৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুলিয়েটে বিনচে, তিনি ফরাসি অভিনেত্রী।
• ১৯৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়ুরি জর্কেফ, তিনি ফরাসি ফুটবলার।
• ১৯৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হুয়ান সেবাস্তিয়ান ভেরন, তিনি আর্জেন্টিনার ফুটবলার।
• ১৯৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাইটে পেরনি, তিনি মেক্সিক্যান গায়ক, গীতিকার ও অভিনেত্রী।
• ১৯৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দালি ব্লিন্ড, তিনি ডাচ ফুটবলার।
• ১৬৬১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কার্ডিনাল মাযারিন, তিনি ছিলেন ইতালীয় ফরাসি শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
• ১৮৫১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হান্স ক্রিশ্চিয়ান অরস্টেড, তিনি ছিলেন ডেনিশ পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।
• ১৮৯৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সাইয়িদ জামাল উদ্দিন আফগানি, তিনি ছিলেন আফগান ভাবাদর্শী ও একটিভিস্ট।
• ১৯৭৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আর্ল উইলবার সাদারল্যান্ড জুনিয়র, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান শারীরবিজ্ঞানী।
• ১৯৮৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উলফ ভন ইউলার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ শারীরবিজ্ঞানী।
• ১৯৮৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কার্ট গেয়র্গ কিয়েসিঙ্গের, তিনি ছিলেন জার্মান আইনজীবী, রাজনীতিবিদ।
• ১৯৯২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মেনাখেম বেগিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইসরাইলি রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রধানমন্ত্রী।
• ১৯৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফার্নান্দো রেয়, তিনি ছিলেন স্প্যানিশ অভিনেতা।
• ১৯৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জর্জ বার্নস, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক।
• ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মোহাম্মদ ফাহিম, তিনি ছিলেন আফগান ফিল্ড মার্শাল, রাজনীতিবিদ ও ভাইস প্রেসিডেন্ট।
• ২০১৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অ্যালেক্সিস ভাস্টিনে, তিনি ছিলেন ফরাসি মুষ্টিযোদ্ধা।

No comments:

Post a Comment

Flag Counter [URL=https://info.flagcounter.com/O2xf][IMG]https://s04.flagcounter.com/count/O2xf/bg_FFFFFF/txt_000000/border_CCCCCC/columns_2/maxflags_18/viewers_0/labels_0/pageviews_0/flags_0/percent_0/[/IMG][/URL]