Thursday, March 03, 2016

ইতিহাসের এই দিনে

█▓▒ শুভ সকাল ▒▓█
আজ বৃহস্পতিবার | ২০ ফাল্গুন ১৪২২ | ২২ জমাদিউল আউয়াল ১৪৩৭ হিজরি | ০৩ মার্চ ২০১৬ খ্রিষ্টাব্দ
• ১৭০৭ সালে এই দিনে মুঘল সম্ৰাট আওরঙ্গজেবের মৃত্যু হয়। যুবরাজ মুয়াজ্জম আওরঙ্গজেবের উত্তরাধিকারীর দায়িত্ব গ্রহণ করেন ও বাহাদুর শাহ (প্রথম) নাম ধারণ করেন।
• ১৯৭১ সালে এই দিনে "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি" কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচয়িত এই গানটিকে ঢাকা শহরের পল্টন ময়দানে ঘোষিত ইশতেহারে বাংলাদেশের প্রস্তাবিত জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করা হয়।
• ১৯৭১ সালে এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে অসহযোগ আন্দোলন শুরু।
• ১৯৭২ সালে এই দিনে বাংলাদেশ রাইফেলস্ প্রতিষ্ঠিত হয়।
• ১৯৭৬ সালে এই দিনে বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশ সরকার ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদ প্রবর্তন করেন।
• ১৯৭৮ সালে এই দিনে জাতীয় স্মৃতিসৌধের নকশা অনুমোদন হয়।
• ১৭৯৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম ম্যাকরেডি, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা ও পরিচালক।
• ১৮৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন গেয়র্গ কান্টর, তিনি ছিলেন জার্মান গণিতবিদ ও দার্শনিক।
• ১৮৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলেকজান্ডার গ্রাহাম বেল,তিনি ছিলেন স্কটিশ বিজ্ঞানী ও উদ্ভাবক।
• ১৮৯৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রাগনার ফেইশ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান অর্থনীতিবিদ।
• ১৯১৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্থার কর্ণবার্গ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী।
• ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আয়ন ইলিস্কু, তিনি রোমানীয় ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ ও ২য় প্রেসিডেন্ট।
• ১৯৩৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন যহেলয়ু যহেলেভ, তিনি ছিলেন বুলগেরিয়া দার্শনিক, রাজনীতিবিদ ও ২য় প্রেসিডেন্ট।
• ১৯৪৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ মিলার, তিনি অস্ট্রেলিয়ার পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
• ১৯৫৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিকো, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার ও কোচ।
• ১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন যবিগনিও বনিক, তিনি পোলিশ ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্রাগান স্টজকভিক, তিনি সার্বীয় ফুটবলার ও ম্যানেজার।
• ১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শঙ্কর মহাদেবন, তিনি ভারতীয় গায়ক ও গীতিকার।
• ১৯৭০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে ইনজামাম-উল-হক, তিনি সাবেক পাকিস্তানি ক্রিকেটার।
• ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মেহমেত তপাল, তিনি তুর্কি ফুটবল খেলোয়াড়।
• ১৭০৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আওরঙ্গজেব, তিনি ছিলেন মুঘল সম্ৰাট।
• ১৯৬৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শাহেদ সোহরাওয়ার্দী, তিনি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও শিল্পকলা বিশারদ।
• ১৯৮৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এর্জে, তিনি ছিলেন বেলজীয় কমিক্স লেখক ও চিত্রকর।
• ১৯৯২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন সুকুমার সেন, তিনি ছিলেন শিক্ষাবিদ, ভাষাবিদ ও গবেষক।
• ১৯৯৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গেরহার্ড হাইনরিখ ফ্রেডরিখ অটো জুলিয়াস হার্জবার্গ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত কানাডিয়ান রসায়নবিদ।
• ২০০১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন লুই এডমণ্ডস, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা।
• ২০০৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গিউসেপে ডি স্টেফানো, তিনি ছিলেন ইতালীয় অভিনেতা।
• ২০১০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মাইকেল ফুট, তিনি ছিলেন ইংরেজ সাংবাদিক ও রাজনীতিবিদ।
• ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম আর. পোগুয়ে, তিনি ছিলেন আমেরিকান কর্নেল, পাইলট ও মহাকাশচারী।

No comments:

Post a Comment

Flag Counter [URL=https://info.flagcounter.com/O2xf][IMG]https://s04.flagcounter.com/count/O2xf/bg_FFFFFF/txt_000000/border_CCCCCC/columns_2/maxflags_18/viewers_0/labels_0/pageviews_0/flags_0/percent_0/[/IMG][/URL]