১. কম্পিউটার নেটওয়ার্কের বর্তমান পরিচিতি ইন্টারনেট চালু হয় ১৯৯৪ সালে।
২. প্রথম কম্পিউটার প্রোগ্রামার- লেডি অ্যডা অসাস্টা বায়রন (কবি লর্ড অ্যডা বায়রনের কন্যা);
৩. ম্যাক্সেমিডিয়া ফ্লাশ- একটি এনিমেশন সফটওয়্যার;
৪. স্কোটিয়া- রাশিয়ার অ্যবাকাস;
৫. সরোবর্ণ- জাপানের অ্যবাকাস;
৬. ক্যলকুলেটরের সর্বেচ্চ ক্ষমতা প্রোগ্রামিং করা;
৭. কী বোর্ডে ফাংশনাল কী ১২টি;
৮. কম্পিউটারের সুইচ অন করার সাথে সাথে RAM এর জায়গার পরিমাণ পরীক্ষা করে operating system
৯. Ok এবং Cancel অথবা Close বোতাম থাকে Dialogue Boxএ;
১০. বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম DOS, UNIX
১১. Visual Basic এ দুই ধরনের ধ্রুবক থাকে;
১২. Visual Basic এর Project এ ব্যবহৃত Object- Procedure
১৩. E-mail ঠিকানার ডোমেন নামের সর্বশেষ অংশকে বলা হয় Top Level Domain (TLD)
১৪. LAN এর LAN Topology- BUS, STAR, RING;
১৫. Flash প্রোগ্রামের ভিত্তি Timeline;
১৬. সুইজারল্যান্ডের বিজ্ঞানীগণ www ব্যবস্থাটি উদ্ভাবন করেন ১৯৯১ সালে;
১৭. ১৯৯৩ সালে প্রথম আবিস্কৃত ব্রাউজারের নাম মোজাইক, আবিস্কারক- মার্ক এড্রিসন;
১৮. ইন্টারনেট লিংক থেকে লিংকে গমণ করাকে বলা হয় লগ ইন;
১৯. Dial up internet connection এ টেলিফোন লাইন প্রয়োজন;
২০. টেলিফোন আবিস্কৃত হয় আলেকজান্ডার গ্রাহাম বেল কর্তৃক ১৭৮৬ সালে।
২১. বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘর – আটলানটা, যুক্তরাষ্ট্র
২২. কম্পিউটার এর জনক – চালর্স ব্যাবেজ; আধুনিক কম্পিউটার এর জনক – জন ভন নিউম্যান
২৩. মাইক্রোকম্পিউটার এর জনক – হেনরি এডওয়ার্ড রবার্ট
২৪. মাইক্রোপ্রসেসর ভিওিক প্রথম কম্পিউটার – এ্যালটেয়ার ৮৮০
২৫. ট্রানজিস্টার – ১৯৪৮ – জে, এস, কেলবি
২৬. ট্রানজিস্টার ভিওিক প্রথম কম্পিউটার -TX-O এবং মিনিকম্পিটার –PDP-8
২৭. প্রথম ইলেকট্রিক কম্পিউটার – মার্ক ১
২৮. প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রিক কম্পিউটার – এনিয়াক ১
২৯. বানিজ্যিক ভিক্তিতে প্রথম – ইনিভ্যাক
৩০. বহুল ব্যবহার করা হয় যে আউটপুট - মনিটর।
৩১. ব্যাংকের চেকের নম্বর লেখা ও পড়া হয় - MICR (magnetic ink character reader) পদ্ধতিতে।
৩২. মনিটর - ৩ ধরনের। (CRT, LCD, LED)
৩৩. CRT - cathode ray tube
৩৪. LCD- liquid crystal display
৩৫. LED- light emitting diode.
৩৬.ক্যালকুলেটর কিংবা ডিজিটাল ঘড়িতে ব্যবহার করা হয় - LCD display.
৩৭. প্রিন্টার হলো একটি -অফ লাইন ডিভাইস।
৩৮.প্রিন্টারের রেজুলেশন পরিমাপক একক হলো - DPI (Dots per inch).
৩৯. প্লটার হলো এক ধরণের - প্রিন্টার।
৪০.সবচেয়ে দ্রুতগামী প্রিন্টার - লেজার প্রিন্টার।
৪১.লেজার প্রিন্টারকে বলা হয়- পেজ প্রিন্টার।
৪২.জয়স্টিক হলো- আয়তাকার বেসের উপর বসানো একটি দন্ড।
৪৩. এখন প্রচলিত কী-বো'ডে স'বোচ্চ কী - ১০৫ টি।
৪৪. কী-বোড কে বলা হয়- কনসোল (console)
৪৫. ফাংশান কী - ১২ টি।
৪৬. সং্খ্যাসূচক কী - ১৭ টি।
৪৭. মডিফায়ার কী- ৫টি।
৪৮. কারসর মুভমেন্ট কী- ৪টি।
৪৯. প্রতিটি 'কী' এর একটি অনন্য কোড আছে যাকে বলা হয়- স্ক্যান কী।
No comments:
Post a Comment