Sunday, March 13, 2016

ওশেনিয়া মহাদেশ Or Oceania continent

প্রশ্ন: ওশেনিয়া কাকে বলে ?
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে একত্রে ওশেনিয়া বলে ।
প্রশ্ন: ওশেনিয়া কি কি অঞ্চলে বিভক্ত ?
অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মাইক্রোনেশিয়া, মেলেনেশিয়া ও পলিনেশিয়া ।
প্রশ্ন: ওশেনিয়া মহাদেশের আয়তন কত ?
৮৪,২৮,৭০২ বর্গ কি. মি. ।
প্রশ্ন: ওশেনিয়ার বৃহত্তম দেশ কোনটি ?
অস্ট্রেলিয়া ।
প্রশ্ন: ওশেনিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি ?
নাউরু (২১ বর্গ কি.মি.) ।
প্রশ্ন: অস্ট্রেলিয়ার আয়তন কত ?
৭৬,১৭,৯৩০ বর্গ কি.মি. ।
প্রশ্ন: বিচিত্র জীব জন্তু ক্যাঙ্গারু, প্লাটিপাস, কোয়েল ও এমু কোথায় পাওয়া যায় ?
অস্ট্রেলিয়া ।
প্রশ্ন: ওশেনিয়ার দীর্ঘতম নদী কোনটি ?
মারে ডালিং, অস্ট্রেলিয়া (৩৭৮০ কি.মি.) ।
প্রশ্ন: ওশেনিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
কোসিয়াস্কা, অস্ট্রেলিয়া (২২২৮.১ মিটার) ।
প্রশ্ন: ওশেনিয়ার সর্বনিম্ন বিন্দু কোনটি ?
লেক আয়ার (১৫.৮ মিটার ) ।
প্রশ্ন: গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্থিত ?
প্রশান্ত মহাসাগরে ।
প্রশ্ন: অস্ট্রেলিয়া কোন গোলার্ধে অবস্থিত ?
দক্ষিণ গোলার্ধে ।
প্রশ্ন: ওশেনিয়ার বৃহত্তম দ্বীপ কোনটি ?
নিউগিনি(৭,৮৫,০০০ বর্গ কি.মি.) ।
প্রশ্ন: তাহিতি, সামোয়া, ইষ্টার, টোঙ্গা ও টওমোতু প্রভৃতি দ্বীপ গুলোকে কি বলে ?
পলিনেশিয়া ।
প্রশ্ন: সান্তাক্রুজ, ফিজি, নিউগিনি, বিসমার্ক, সলোমান, নিউক্যালিডোনিয়া নিয়ে গঠিত হয়েছে ?
মেলেনিশিয়া ।
প্রশ্ন: মার্শাল, ক্যারোলিনা, মেরিয়ানা নিয়ে গঠিত হয়েছে ?
মাইক্রোনেশিয়া ।
প্রশ্ন: অস্ট্রেলিয়ার ঊষ্ণতম মাস কোনটি ?
জানুয়ারি ।
প্রশ্ন: অস্ট্রেলিয়ার শীতলতম মাস কোনটি ?
জুলাই ।

No comments:

Post a Comment

Flag Counter [URL=https://info.flagcounter.com/O2xf][IMG]https://s04.flagcounter.com/count/O2xf/bg_FFFFFF/txt_000000/border_CCCCCC/columns_2/maxflags_18/viewers_0/labels_0/pageviews_0/flags_0/percent_0/[/IMG][/URL]