Sunday, March 13, 2016

পে-স্কেলের হিসাব Or Pay-scale accounting

পে-স্কেলের হিসাবঃ
.
১১০০০-৪৯০ x ৭ -১৪৪৩০ইবি ৫৪০x ১১- ২০৩৭০ এর অর্থ কি?
.
সহজ ভাষায় বলা যেতে পারে
.
>>> ১১০০০ টাকা হলো জাতীয় বেতন স্কেল-২০০৯ এর নবম গ্রেডের মূল বেতন।
>>>>> ৪৯০ টাকা হলো বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট)।
>>>>>>>>>> ৭ বছর বেতন বৃদ্ধি হবে। তার মানে চাকুরীতে যোগদানের পর মূল বেতন হবে ১১০০০ টাকা, দ্বিতীয় বছরে মূল বেতন হবে ১১৪৯০ টাকা। ৭ বছর পর মূল বেতন দাঁড়াবে ১৪৪৩০ টাকা
>>>>>>>>>>>>>>এরপর ইবি অর্থাৎ ইফিসিয়েন্সি বার অতিক্রম করবেন। তখন বার্ষিক ইনক্রিমেন্ট হবে ৪৯০ টাকার পরিবর্তে ৫৪০ টাকা। এই হারে আরো ১১ বছর চলার পর মূল বেতন দাঁড়াবে ২০৩৭০ টাকা।
>>>>>>>>>>>>> এরপর আর বেতন বাড়বে না। প্রমোশন পেয়ে গেলে উচ্চতর গ্রেডে বেতন কার্যকর হবে।

No comments:

Post a Comment

Flag Counter [URL=https://info.flagcounter.com/O2xf][IMG]https://s04.flagcounter.com/count/O2xf/bg_FFFFFF/txt_000000/border_CCCCCC/columns_2/maxflags_18/viewers_0/labels_0/pageviews_0/flags_0/percent_0/[/IMG][/URL]