Sunday, March 13, 2016

দক্ষিণ আমেরিকা মহাদেশ Or South Americas Continent

প্রশ্ন: দক্ষিণ আমেরিকা কোন গোলার্ধে অবস্থিত ?
দক্ষিণ গোলার্ধে ।
প্রশ্ন: দক্ষিণ আমেরিকার আয়তন কত ?
১,৭৫,২২,৩৭১ বর্গ কি.মি. ।
প্রশ্ন: দক্ষিণ আমেরিকা পৃথিবীর মোট আয়তনের কত অংশ ?
১২.১% ।
প্রশ্ন: আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি ?
ব্রাজিল (৮৪,৫৬,৫৭০ বর্গ কি,মি.) ।
প্রশ্ন: লোকসংখ্যায় দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি ?
ব্রাজিল ।
প্রশ্ন: দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি ?
আন্দিজ (৬৪০০ কি.মি.) ।
প্রশ্ন: দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদী কোনটি ?
আমাজান (৬৪৩৭ কি.মি.) ।
প্রশ্ন: পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি ?
আমাজান ।
প্রশ্ন: পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি ?
আমাজান ।
প্রশ্ন: পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি ?
এঞ্জেল জলপ্রপাত (ভেনিজুয়েলা) ৮০৭ মিটার ।
প্রশ্ন: আয়তনে দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি ?
আর্জেন্টিনা (২৭,৬৬,৮৯০ বর্গ কি.মি.) ।
প্রশ্ন: দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
অ্যাকঙ্কগুয়া (আর্জেন্টিনা -৬৯৫৮.৮ মিটার) ।
প্রশ্ন: দক্ষিণ আমেরিকার সর্বনিম্ন বিন্দু কোনটি ?
ভালডেস পেনিন, আর্জেন্টিনা (৩৯.৯ মিটার) ।
প্রশ্ন: পৃথিবীর তথা দক্ষিণ আমেরিকার উচ্চতম রাজধানীর নাম কি ?
লাপাজ, বলিভিয়া ।
প্রশ্ন: পৃথিবীর তথা দক্ষিণ আমেরিকার উচ্চতম বিমান বন্দর কোনটি ?
লাপাজ, বলিভিয়া ।

No comments:

Post a Comment

Flag Counter [URL=https://info.flagcounter.com/O2xf][IMG]https://s04.flagcounter.com/count/O2xf/bg_FFFFFF/txt_000000/border_CCCCCC/columns_2/maxflags_18/viewers_0/labels_0/pageviews_0/flags_0/percent_0/[/IMG][/URL]