Wednesday, March 16, 2016

বিশ্বের আবহাওয়া এবং জলবায়ু Or The world's weather and climate

বিশ্বের বনভুমির পরিমান সবচেয়ে বেশি? রাশিয়া
► শান্ত সাগর অবস্থিত চাঁদে।
► সুপার নোভা হলো মৃতপ্রায় তারকা।
► পূর্বে শ্যামদেশ নামে পরিচিত ছিল থাইল্যান্ড।
► শীতকালে ব্যাঙের আত্মগোপন করাকে হাইবারনেশন বলে।
► Orange Revolution বা কমলা বিপ্লব সংঘঠিত হয়েছিল ইউক্রেনে।
► ফুটবল যুদ্ধ সংঘঠিত হয়েছিল ১৯৬৯ সালে।
► যুদ্ধই জীবন যুদ্ধই সর্বজনীন” উক্তিটি করেন এডলফ হিটলার।
► কমোডো ন্যাশনাল পার্ক অবস্থিত ইন্দোনেশিয়ায়।
► চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য ৬৪০০কিমি।
► Wailing Wall অবস্থিত জেরুজালেমে।
► বিশ্বের কতটি দেশে পোলিও রোগী আছে? -১৬টি

No comments:

Post a Comment

Flag Counter [URL=https://info.flagcounter.com/O2xf][IMG]https://s04.flagcounter.com/count/O2xf/bg_FFFFFF/txt_000000/border_CCCCCC/columns_2/maxflags_18/viewers_0/labels_0/pageviews_0/flags_0/percent_0/[/IMG][/URL]