Wednesday, August 15, 2018

তুমি মোনালিসা নও

তুমি মোনা লিসা নও
নুরুল হক বুলবুল

---------------
অাজ মোনা লিসা বিশ্বখ্যাত শিল্পকর্ম
সগৌরবে সে শ্রেষ্ঠত্বের দাবি তুলেছে
ইশ! অাজ যদি লিওনার্দো বেঁচে থাকতেন
একবিংশবাসী অারেকটি প্রতিকৃতি দেখতো
মোনা লিসা নিশ্চয়ই ঈর্ষান্বিত হতো
প্রেয়সী তোমার মুখ লুকানো বিরল হাসি দেখে।
.
অাজ অামি দূরে, বহুদূরে
তবুও প্রতিনিয়ত স্বপ্নালু চোখে ভেসে উঠে
তোমার বিরল হাসি মুখখানি
ইশ! অাজ যদি লিওনার্দো বেঁচে থাকতেন
রং তুলিতে সযত্নে তোমার ছবি অাঁকতেন
অার পাবলো পিকাসোকে দিতাম
তোমার ওড়না বেষ্টিত বক্ষ হতে গ্রীবা অবয়ব অাঁকতে।

No comments:

Post a Comment

Flag Counter [URL=https://info.flagcounter.com/O2xf][IMG]https://s04.flagcounter.com/count/O2xf/bg_FFFFFF/txt_000000/border_CCCCCC/columns_2/maxflags_18/viewers_0/labels_0/pageviews_0/flags_0/percent_0/[/IMG][/URL]