নুরুল হক বুলবুল
~~~~~~~~~~~~~~~~
যাবো একদিন চলে
এই পৃথিবীর তলে
শেষ হবে মোর অায়ূ
পাবো না অার বায়ু
দেখবো না আর এ দেশ
হবে যখন প্রাণ শেষ।
.
প্রাণ যখন যাবে উড়ে
যেতে হবে ওই পাড়ে
শেষ নিশ্বাস যাবে যখন
কাঁন্নার সুর বাজবে তখন
আসবে মানুষ দলে দলে
থাকবে কি তুমি সেই স্থলে?
.
কেউ পড়বে কুরআন
কেউ করাবে স্নান
কেউ খুঁড়বে কবর
কেউ পাঠাবে খবর।
.
কাফন যখন পরানে হবে
ময়দানেতে নিয়ে যাবে
একা অামায় কবরে রেখে
যাবে যখন সবাই চলে,
কাঁদবো অামি বলবো তখন
যাচ্ছো কোথায় অামায় ফেলে।
যদি মুমিন বান্দা হই
তবে থাকবে নাকো ভয়।
No comments:
Post a Comment