ABOUT ME

Pages

Wednesday, August 15, 2018

প্রিয় বন্ধুর স্মরণে

প্রিয় বন্ধু স্মরণে
.
নিস্পৃহ সময়
নুরুল হক বুলবুল

--------------





অবশেষে রাত শেষ
ভোরের প্রার্থনা শেষ
অার সারা রাতের ব্যাকুল প্রতীক্ষা শেষে
অতঃপর দু'জনের দেখা।
অামাদের একত্র হওয়া মানেই
নিরব সকালটি সরব হয়ে উঠা
তারপর প্রাতরাশ সেরে
এতটুকু ঘুরেফিরে
স্ব স্ব কর্মস্থলে যাওয়া।
.
এরপর ক্ষণেক্ষণে
ফোনে বা ক্ষুদে বার্তায় অালাপনে
কর্মময় সময়টি পার হওয়া।
.
সন্ধ্যা ঘনার পূর্বক্ষণে
দু'জনেই অবসরে
সবুজ শ্যামলা মাঠ
অথবা নদীর ঘাট
নতুবা অন্য কোথাও
প্রাণ খুলে অাড্ডা দেওয়া।
.
সন্ধ্যার পর
হাল্কা নাস্তা সেরে
বাকিদের সাথে সাক্ষাত করে
একসাথে বাড়িতে সময় কাটিয়ে দেওয়া।
.
এসব কাজ অতীত হয়েছে অাজ
সময়ের বিবর্তনে একা পড়ে অাছি
অাগের মতো সকাল অাসে
অাগের মতো বিকেল অাসে
অাগের মতো সন্ধ্যা অাসে
কিন্তু অাগের মতো অার শান্তি জাগে না
.
সকাল বেলাটি কেমন যেন নিস্পৃহ হয়ে গেলো
বিকেলের মায়াবী দৃশ্যপট বিদায় জানালো
সন্ধ্যার প্রশান্তি মলিন হলো
এ কেমন বিচার এই ভিখারীর প্রতি!
কারণ একটাই; তুই পাশে নেই।
তোর অপ্রাপ্তিতে পৃথিবী নিষ্টুর হলো
তোর অপ্রাপ্তিতে প্রকৃতি মুখ ঘুরালো
সবাই অামাকে ভিন্ন দৃষ্টিতে দেখে
সন্ধ্যায় হালকা নাস্তা অার চলে না বলেই
চির চেনা ঝাল বিতান অামায় স্বার্থপর বলে
ঐতিহ্যের পরান জুড়ানো সেই টী-স্টল
অবাক নয়নে ফ্যালফ্যাল তাকিয়ে থাকে
বলে বেড়ায় অামি নাকি বদলে গেছি
অামি নাকি বড়ই অদ্ভুত হয়ে গেছি।
.
হ্যাঁ, অামি মানুষ
মানুষ বলেই অামার বদলে যাওয়া
বদলে যাওয়া মানেই অবসর
চার দেয়ালের মধ্যে সময় কাটিয়ে দেওয়া
অার সময় কাটানো মানেই
সারাক্ষণ তোকে স্মরণ করা
তোকে স্মরণ করা মানেই অপ্রাপ্তিতে
মোবাইল স্ক্রীনে তোর ছবি রাখা।
.

No comments:

Post a Comment