ABOUT ME

Pages

Wednesday, August 15, 2018

ভালো যদি নাই বাসো

ভালো যদি নাই বাসো
নুরুল হক বুলবুল







সব মানলাম; তবে মানতে পারি না সাজানো অভিনয়
অামার শুভ্র হৃদয়ে অাঘাতের ক্ষতবিক্ষত চিহ্ন
ভালোবাসা দুরারোগ্যে অাক্রান্ত করে পচন ধরিয়েছে।
এ অামি মানতে পারি না, মানবো না।
.
ভালো যদি নাই বাসো তবে কেন
মিছেমিছি এতো কাছে টেনেছিলে?
ভালো যদি নাই বাসো তবে কেন
অামায় রাতের পর রাত জাগালে? 
ভালো যদি নাই বাসো তবে কেন
ভিখারীর মতো তুমি শহরের অলিগলি ঘুরালে?
ভালো যদি নাই বাসো তবে কেন
নির্লজ্জ হয়ে অামার পছন্দ-অপছন্দ জেনেছিলে?
ভালো যদি নাই বাসো তবে কেন
নিজ হাতে তৈরি মিথ্যে বিরিয়ানি দেবে বলেছিলে?
ভালো যদি নাই বাসো তবে কেন
নিষ্ফল অাড্ডায় শত রজনী ভোর করেছিলে?
ভালো যদি নাই বাসো তবে কেন
চুমু খাওয়ার ঠোঁটে নিকোটিন উপহার দিলে? 
ভালো যদি নাই বাসো তবে কেন
অামার এ পুণ্যাত্মায় নষ্ট প্রেমের বিষ ছিটালে?
ভালো যদি নাই বাসো তবে কেন
স্বপ্নে অাজো ধরা দাও রজনী কালে?
.
উৎসর্গঃ মিস ফার্টিলাইজার 

No comments:

Post a Comment