Wednesday, August 15, 2018

একাত্তরে বাহাত্তর চিঠি

একাত্তরে বাহাত্তর চিঠি
নুরুল হক বুলবুল







অামাদের দাম্পত্যের সবে অাটমাস পরে
সযত্নে অামায় পৌঁছে দিয়ে বাপের ঘরে
রাত শেষে সকালে তোমার যাবার বেলায়
পবিত্র নয়নে বিদায় দিয়েছি বকুল তলায়

ঐ দিন রাত খুব শান্ত, কোমল ও স্নিগ্ধ ছিলো
বাইরে হালকা শীতল হাওয়া ও চাঁদের ক্ষীণ অালো
অামি রঙিন নকশীকাঁথা জড়িয়ে রঙিন স্বপ্ন বুনছি
সন্তান-সন্ততি, সুখের সংসার কতো কী ভাবছি
অাকস্মাৎ পার্শ্ব গ্রামে ডজন ডজন বুলেটের শব্দে
নিমিষেই যেন অামার বুনমান রঙিন স্বপ্নে বিঁধে
ঘরের চালে ছুটন্ত দু'টি টিকটিকি পড়ে যায় ভয়ে
বুঝিনি সে রাতেই অামরণ বাঁধা অাসবে প্রণয়ে।
.
পরদিন সশস্ত্র হায়েনারা গ্রামে অাসে দলে দলে
রুদ্ধশ্বাসে প্রাণ বাঁচার তাগিদে ভিটে ছেড়েছি সকলে
অাগুন লাগালো হায়েনার দল গ্রামের ঘরে ঘরে
হত্যার নিষিদ্ধ উৎসবে মেতে উঠে যুবা-বৃদ্ধা ধরে
দুর্গম পথ পাড়ি ও হায়েনার চোখ ফাঁকি দিয়ে
শতশত লোক পৌঁছলুম নিরাপদ এক অালয়ে।
.
রাক্ষসের অাধিপত্য হতে মুক্তির যুদ্ধ যাচ্ছে এগিয়ে
ততোদিনে তোমার পুত্র এলো অামার কোল রাঙিয়ে
অামি একাত্তরে বাহাত্তর চিঠি দিয়েছি ডাকে
সংবাদ পাওনি, দেখনি অাপনার পুত্রকে চোখে
কতো ভয়ার্ত ও নিস্পৃহ কেটেছে এক একটি রজনী
বেদনা ভরা হৃদয় নিয়ে ফেলেছি চোখের পানি
স্বাধীন হলে ডিসেম্বরে গ্রামে ফিরে দেখি
ধ্বংসস্তূপে ছেয়ে অাছে নেই কিছু বাকি।
.
অাজ কতোটা বছর গত হলো স্বাধীন বাংলায়
তবুও তোমার প্রত্যাবর্তনের প্রহর গুণি সকাল-সন্ধ্যায়
যুদ্ধের বিষাক্ত ছোবলে শেষ অামাদের প্রণয়ের
ছেলের মাঝে তোমায় দেখে স্বাদ নিচ্ছি বিজয়ের।
.

No comments:

Post a Comment

Flag Counter [URL=https://info.flagcounter.com/O2xf][IMG]https://s04.flagcounter.com/count/O2xf/bg_FFFFFF/txt_000000/border_CCCCCC/columns_2/maxflags_18/viewers_0/labels_0/pageviews_0/flags_0/percent_0/[/IMG][/URL]