Tuesday, August 28, 2018

তোমার মাঝে বেঁচে থাকা কবিতা

তোমার মাঝে বেঁচে থাকা
নুরুল হক বুলবুল
-----------------
জানি, অামাকে ভুলে থাকার সব চেষ্টা করবে
তুমি চাইবে অামার কথা মনে না পড়ুক
চাইবে নৃশংসভাবে অতীতস্মৃতি কবর দিতে
তবে এই ব্যর্থ প্রচেষ্টায় কোনো লাভ হবে না
কেননা তেল অার জল একবার মিশে গেলে
তাদের কখনো অালাদা করা যায় না।

শেষ বিকেলের বৈচিত্র্য অাকাশ অাবেদনময়ী হলে
দুঃখ মুছতে ছাদে অাকাশ উপভোগ করতে এলে
অাকাশের এক প্রান্তে হঠাৎ ভেসে উঠবো
তুমি অবাক নয়নে তাকিয়ে থাকবে।
ঘুমাবার পূর্বে অ্যালার্ম মোবাইল হাতে নিতেই
তোমার হৃদয়ে অদ্ভুতভাবে জেগে উঠবো
অামার কথা মনে পড়বে
তোমার দু'কানে ম্যাসেজের শব্দ বাজবে
রাত গভীর হতে গভীর হবে
অাত্ম চিৎকারে হৃদয় ছটপট করবে
অতঃপর রাত অাড়াই টার পরে
জবেহকৃত পশুর মতো হৃদয় ঠাণ্ডা হয়ে
অশান্তির ঘুম নামবে ছলনার দু'চোখে
অার এভাবেই অামি বেঁচে থাকবো তোমার ভগ্নহৃদয়ে
ঠিক তেল-জলের মিশ্রণের মতো।
.

Wednesday, August 15, 2018

Bharat ane nanu Movie link

Bharat Ane Nanu Full Movie watch in Youtube not fake only original
link are given below

তুমি মোনালিসা নও

তুমি মোনা লিসা নও
নুরুল হক বুলবুল

---------------
অাজ মোনা লিসা বিশ্বখ্যাত শিল্পকর্ম
সগৌরবে সে শ্রেষ্ঠত্বের দাবি তুলেছে
ইশ! অাজ যদি লিওনার্দো বেঁচে থাকতেন
একবিংশবাসী অারেকটি প্রতিকৃতি দেখতো
মোনা লিসা নিশ্চয়ই ঈর্ষান্বিত হতো
প্রেয়সী তোমার মুখ লুকানো বিরল হাসি দেখে।
.
অাজ অামি দূরে, বহুদূরে
তবুও প্রতিনিয়ত স্বপ্নালু চোখে ভেসে উঠে
তোমার বিরল হাসি মুখখানি
ইশ! অাজ যদি লিওনার্দো বেঁচে থাকতেন
রং তুলিতে সযত্নে তোমার ছবি অাঁকতেন
অার পাবলো পিকাসোকে দিতাম
তোমার ওড়না বেষ্টিত বক্ষ হতে গ্রীবা অবয়ব অাঁকতে।

একাত্তরে বাহাত্তর চিঠি

একাত্তরে বাহাত্তর চিঠি
নুরুল হক বুলবুল







অামাদের দাম্পত্যের সবে অাটমাস পরে
সযত্নে অামায় পৌঁছে দিয়ে বাপের ঘরে
রাত শেষে সকালে তোমার যাবার বেলায়
পবিত্র নয়নে বিদায় দিয়েছি বকুল তলায়

ঐ দিন রাত খুব শান্ত, কোমল ও স্নিগ্ধ ছিলো
বাইরে হালকা শীতল হাওয়া ও চাঁদের ক্ষীণ অালো
অামি রঙিন নকশীকাঁথা জড়িয়ে রঙিন স্বপ্ন বুনছি
সন্তান-সন্ততি, সুখের সংসার কতো কী ভাবছি
অাকস্মাৎ পার্শ্ব গ্রামে ডজন ডজন বুলেটের শব্দে
নিমিষেই যেন অামার বুনমান রঙিন স্বপ্নে বিঁধে
ঘরের চালে ছুটন্ত দু'টি টিকটিকি পড়ে যায় ভয়ে
বুঝিনি সে রাতেই অামরণ বাঁধা অাসবে প্রণয়ে।
.
পরদিন সশস্ত্র হায়েনারা গ্রামে অাসে দলে দলে
রুদ্ধশ্বাসে প্রাণ বাঁচার তাগিদে ভিটে ছেড়েছি সকলে
অাগুন লাগালো হায়েনার দল গ্রামের ঘরে ঘরে
হত্যার নিষিদ্ধ উৎসবে মেতে উঠে যুবা-বৃদ্ধা ধরে
দুর্গম পথ পাড়ি ও হায়েনার চোখ ফাঁকি দিয়ে
শতশত লোক পৌঁছলুম নিরাপদ এক অালয়ে।
.
রাক্ষসের অাধিপত্য হতে মুক্তির যুদ্ধ যাচ্ছে এগিয়ে
ততোদিনে তোমার পুত্র এলো অামার কোল রাঙিয়ে
অামি একাত্তরে বাহাত্তর চিঠি দিয়েছি ডাকে
সংবাদ পাওনি, দেখনি অাপনার পুত্রকে চোখে
কতো ভয়ার্ত ও নিস্পৃহ কেটেছে এক একটি রজনী
বেদনা ভরা হৃদয় নিয়ে ফেলেছি চোখের পানি
স্বাধীন হলে ডিসেম্বরে গ্রামে ফিরে দেখি
ধ্বংসস্তূপে ছেয়ে অাছে নেই কিছু বাকি।
.
অাজ কতোটা বছর গত হলো স্বাধীন বাংলায়
তবুও তোমার প্রত্যাবর্তনের প্রহর গুণি সকাল-সন্ধ্যায়
যুদ্ধের বিষাক্ত ছোবলে শেষ অামাদের প্রণয়ের
ছেলের মাঝে তোমায় দেখে স্বাদ নিচ্ছি বিজয়ের।
.

প্রিয় বন্ধুর স্মরণে

প্রিয় বন্ধু স্মরণে
.
নিস্পৃহ সময়
নুরুল হক বুলবুল

--------------





অবশেষে রাত শেষ
ভোরের প্রার্থনা শেষ
অার সারা রাতের ব্যাকুল প্রতীক্ষা শেষে
অতঃপর দু'জনের দেখা।
অামাদের একত্র হওয়া মানেই
নিরব সকালটি সরব হয়ে উঠা
তারপর প্রাতরাশ সেরে
এতটুকু ঘুরেফিরে
স্ব স্ব কর্মস্থলে যাওয়া।
.
এরপর ক্ষণেক্ষণে
ফোনে বা ক্ষুদে বার্তায় অালাপনে
কর্মময় সময়টি পার হওয়া।
.
সন্ধ্যা ঘনার পূর্বক্ষণে
দু'জনেই অবসরে
সবুজ শ্যামলা মাঠ
অথবা নদীর ঘাট
নতুবা অন্য কোথাও
প্রাণ খুলে অাড্ডা দেওয়া।
.
সন্ধ্যার পর
হাল্কা নাস্তা সেরে
বাকিদের সাথে সাক্ষাত করে
একসাথে বাড়িতে সময় কাটিয়ে দেওয়া।
.
এসব কাজ অতীত হয়েছে অাজ
সময়ের বিবর্তনে একা পড়ে অাছি
অাগের মতো সকাল অাসে
অাগের মতো বিকেল অাসে
অাগের মতো সন্ধ্যা অাসে
কিন্তু অাগের মতো অার শান্তি জাগে না
.
সকাল বেলাটি কেমন যেন নিস্পৃহ হয়ে গেলো
বিকেলের মায়াবী দৃশ্যপট বিদায় জানালো
সন্ধ্যার প্রশান্তি মলিন হলো
এ কেমন বিচার এই ভিখারীর প্রতি!
কারণ একটাই; তুই পাশে নেই।
তোর অপ্রাপ্তিতে পৃথিবী নিষ্টুর হলো
তোর অপ্রাপ্তিতে প্রকৃতি মুখ ঘুরালো
সবাই অামাকে ভিন্ন দৃষ্টিতে দেখে
সন্ধ্যায় হালকা নাস্তা অার চলে না বলেই
চির চেনা ঝাল বিতান অামায় স্বার্থপর বলে
ঐতিহ্যের পরান জুড়ানো সেই টী-স্টল
অবাক নয়নে ফ্যালফ্যাল তাকিয়ে থাকে
বলে বেড়ায় অামি নাকি বদলে গেছি
অামি নাকি বড়ই অদ্ভুত হয়ে গেছি।
.
হ্যাঁ, অামি মানুষ
মানুষ বলেই অামার বদলে যাওয়া
বদলে যাওয়া মানেই অবসর
চার দেয়ালের মধ্যে সময় কাটিয়ে দেওয়া
অার সময় কাটানো মানেই
সারাক্ষণ তোকে স্মরণ করা
তোকে স্মরণ করা মানেই অপ্রাপ্তিতে
মোবাইল স্ক্রীনে তোর ছবি রাখা।
.

ভালো যদি নাই বাসো

ভালো যদি নাই বাসো
নুরুল হক বুলবুল







সব মানলাম; তবে মানতে পারি না সাজানো অভিনয়
অামার শুভ্র হৃদয়ে অাঘাতের ক্ষতবিক্ষত চিহ্ন
ভালোবাসা দুরারোগ্যে অাক্রান্ত করে পচন ধরিয়েছে।
এ অামি মানতে পারি না, মানবো না।
.
ভালো যদি নাই বাসো তবে কেন
মিছেমিছি এতো কাছে টেনেছিলে?
ভালো যদি নাই বাসো তবে কেন
অামায় রাতের পর রাত জাগালে? 
ভালো যদি নাই বাসো তবে কেন
ভিখারীর মতো তুমি শহরের অলিগলি ঘুরালে?
ভালো যদি নাই বাসো তবে কেন
নির্লজ্জ হয়ে অামার পছন্দ-অপছন্দ জেনেছিলে?
ভালো যদি নাই বাসো তবে কেন
নিজ হাতে তৈরি মিথ্যে বিরিয়ানি দেবে বলেছিলে?
ভালো যদি নাই বাসো তবে কেন
নিষ্ফল অাড্ডায় শত রজনী ভোর করেছিলে?
ভালো যদি নাই বাসো তবে কেন
চুমু খাওয়ার ঠোঁটে নিকোটিন উপহার দিলে? 
ভালো যদি নাই বাসো তবে কেন
অামার এ পুণ্যাত্মায় নষ্ট প্রেমের বিষ ছিটালে?
ভালো যদি নাই বাসো তবে কেন
স্বপ্নে অাজো ধরা দাও রজনী কালে?
.
উৎসর্গঃ মিস ফার্টিলাইজার 

বিদায় বেলার কবিতা

বিদায় বেলা
নুরুল হক বুলবুল

~~~~~~~~~~~~~~~~
যাবো একদিন চলে
এই পৃথিবীর তলে
শেষ হবে মোর অায়ূ
পাবো না অার বায়ু
দেখবো না আর এ দেশ
হবে যখন প্রাণ শেষ।
.
প্রাণ যখন যাবে উড়ে
যেতে হবে ওই পাড়ে
শেষ নিশ্বাস যাবে যখন
কাঁন্নার সুর বাজবে তখন
আসবে মানুষ দলে দলে
থাকবে কি তুমি সেই স্থলে?
.
কেউ পড়বে কুরআন
কেউ করাবে স্নান
কেউ খুঁড়বে কবর
কেউ পাঠাবে খবর।
.
কাফন যখন পরানে হবে
ময়দানেতে নিয়ে যাবে
একা অামায় কবরে রেখে
যাবে যখন সবাই চলে,
কাঁদবো অামি বলবো তখন
যাচ্ছো কোথায় অামায় ফেলে।
যদি মুমিন বান্দা হই
তবে থাকবে নাকো ভয়।
Flag Counter [URL=https://info.flagcounter.com/O2xf][IMG]https://s04.flagcounter.com/count/O2xf/bg_FFFFFF/txt_000000/border_CCCCCC/columns_2/maxflags_18/viewers_0/labels_0/pageviews_0/flags_0/percent_0/[/IMG][/URL]