Δ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
জন্ম : ২৬ সেপ্টেম্বর, ১৮২০;
মৃত্যু : ২৯ জুলাই ১৮৯১।
অনুবাদগ্রন্থ : বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, ভ্রান্তি বিলাস, সীতার বনবাস।
পাঠ্যপুস্তক : বর্ণ পরিচয়, কথামালা।
...
Δ মাইকেল মধুসূদন দত্ত
জন্ম : ২৫ জানুয়ারি ১৮২৪;
মৃত্যু : ২৯ জুন ১৮৭৩।
মহাকাব্য : মেঘনাদ বধ।
কাব্য গ্রন্থ : তিলোত্তমা সম্ভব, বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা, চতুর্দশপদী কবিতাবলি (
অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্য)
নাটক : শর্মিঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন।
প্রহসন : একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ।
.....
Δ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
জন্ম : ২৭ জুন ১৮৩৮;
মৃত্যু : ০৮ এপ্রিল, ১৮৯৪।
উপন্যাস : কপালকুন্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, চন্দ্রশেখর, রজনী, দুর্গেশ নন্দিনী, ইন্দিরা, দেবী চৌধুরাণী, আনন্দ মঠ, সীতারাম, রাজসিংহ, রাধারাণী।
......
Δ বিহারীলাল চক্রবর্তী
জন্ম : ১৮৩৫,
মৃত্যু : ১৮৯৪
গীতিকাব্য : সারদা মঙ্গল, বঙ্গ-সুন্দরী, সঙ্গীত শতক, বন্ধু বিয়োগ, প্রেম-প্রবাহিনী।
No comments:
Post a Comment