ABOUT ME

Pages

Tuesday, August 28, 2018

তোমার মাঝে বেঁচে থাকা কবিতা

তোমার মাঝে বেঁচে থাকা
নুরুল হক বুলবুল
-----------------
জানি, অামাকে ভুলে থাকার সব চেষ্টা করবে
তুমি চাইবে অামার কথা মনে না পড়ুক
চাইবে নৃশংসভাবে অতীতস্মৃতি কবর দিতে
তবে এই ব্যর্থ প্রচেষ্টায় কোনো লাভ হবে না
কেননা তেল অার জল একবার মিশে গেলে
তাদের কখনো অালাদা করা যায় না।

শেষ বিকেলের বৈচিত্র্য অাকাশ অাবেদনময়ী হলে
দুঃখ মুছতে ছাদে অাকাশ উপভোগ করতে এলে
অাকাশের এক প্রান্তে হঠাৎ ভেসে উঠবো
তুমি অবাক নয়নে তাকিয়ে থাকবে।
ঘুমাবার পূর্বে অ্যালার্ম মোবাইল হাতে নিতেই
তোমার হৃদয়ে অদ্ভুতভাবে জেগে উঠবো
অামার কথা মনে পড়বে
তোমার দু'কানে ম্যাসেজের শব্দ বাজবে
রাত গভীর হতে গভীর হবে
অাত্ম চিৎকারে হৃদয় ছটপট করবে
অতঃপর রাত অাড়াই টার পরে
জবেহকৃত পশুর মতো হৃদয় ঠাণ্ডা হয়ে
অশান্তির ঘুম নামবে ছলনার দু'চোখে
অার এভাবেই অামি বেঁচে থাকবো তোমার ভগ্নহৃদয়ে
ঠিক তেল-জলের মিশ্রণের মতো।
.

No comments:

Post a Comment