ABOUT ME

Pages

Friday, June 17, 2016

***বাংলার কিছু গুরুত্বপূর্ণ তথ্য ***


● পূর্ব বাংলার যুক্তফ্রন্টেরর মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি????
~ এ কে ফজলুল হক
● দক্ষিণ গোলার্ধ ও সুর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় কত তারিখে???
~ ২১ জুন
● স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা কতবার বাংলাদেশের রাজধানী ছিল????
~ চার বার
● বাংলার ১৯৪৩ সারের দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী???
~ জয়নুল আবেদিন
● বীরশ্রেষ্ট হামিদুর রহমানের পদবী কী ছিল???
~ সিপাহী
● বাংলার নববর্ষ 'পহেলা বৈশাখ' কে চালু করেছিলেন
~ সম্রাট আকবর

● 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' গ্রন্থটির রচয়িতা কে????
~ আবুল মনসুর আহমদ
● বাংলাদেশের সবচেয়ে পুরান ঐতিহাসিক স্থান কোনটি???
~ মহাস্থানগড়
● আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষনাপত্র করে জারি করা হয়???
~ ১০ এপিল ১৯৭১.
● বাংলাদেশের অস্থায়ী সরকারের ঘোষনাপত্র পাঠ করেন কে???
~ অধ্যাপক ইউসুফ আলী

No comments:

Post a Comment