উঃ- চন্ডীদাস
.
ණ 'বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানিনী সেধে
সেধে কেঁদে কেঁদে'- এই কবিতাংশটুকুর কবি কে?
উঃ- কাজী নজরুল ইসলাম
.
ණ 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- এ প্রার্থনাটি কার?
উঃ- ঈশ্বরী পাটনী
.
ණ 'সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন, হউক দূর অকল্যাণ সকল
অশোভন'- চরণ দুটি কার লেখা?
উঃ- শেখ ফজলল করিম
.
ණ 'পথিক তুমি কি পথ হারাইয়াছ?'- কথাটি কার?
উঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
.
ණ 'ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে,
উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে'- কে
বলেছেন?
উঃ- প্রমথ চৌধুরী
.
ණ 'সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল
হয়ে চলি'- এই চরণদ্বয়ের লেখক কে?
উঃ- মদনমোহন তর্কালঙ্কার
.
ණ 'তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হব কেন?'- এই প্রবাদটির
রচয়িতা কে?
উঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
No comments:
Post a Comment