ABOUT ME

Pages

Wednesday, March 09, 2016

বাংলা সাহিত্য

বাংলা সাহিত্য (আধুনিক যুগ: রবীন্দ্রনাথ
ঠাকুর-বর্তমান)
.
---------------------------------------
★ রবীন্দ্রনাথ ঠাকুর (৭ মে , ১৮৬১ -- ৭ আগস্ট,
১৯৪১)
---------------------------------------
• ১৯০১ সালে বোলপুরের শান্তি নিকেতন

'ব্রহ্মচর্যাশ্রম' নামক বিদ্যাপীঠ প্রতিষ্ঠা
করেন যা ১৯২১ সালে 'বিশ্বভারতী'
বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়।
• ১৯১৩ সালের নবেম্বর মাসে নোবেল পুরস্কার
লাভ করেন। একই বছর কলকাতা বিশ্ববিদ্যালয়
তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে।
• ১৯১৫ সালে তদানীন্ত ভারত সরকার তাকে
'স্যার বা নাইট' উপাধি প্রদান করে। ১৯১৯
সালে তিনি নাইট উপাধি ত্যাগ করেন।
• ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ১৯৪০
সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট
ডিগ্রি প্রদান করে।
• রবীন্দ্রনাথ মোট (১২ + ১ টি অসমাপ্ত) টি
উপন্যাস রচনা করেন উপন্যাস গুলো হলো- করুণা
(অসমাপ্ত), বেৌ ঠাকুরাণীর হাট (প্রথম
প্রকাশিত উপন্যাস), রাজর্ষি, শেষের কবিতা,
ঘরে বাইরে, চার অধ্যায়, গোরা, চোখের বালি
(বাংলা সাহিত্যে প্রথম মনস্তাত্ত্বিক
উপন্যাস), নেৌকাডুবি, যোগাযোগ, মালঞ্চ,
দুইবোন, চতুরঙ্গ।
• তার উল্লেখযোগ্য নাটক রুদ্রচন্ড, বাল্মীকি
প্রতিভা (প্রথম প্রকাশিত নাটক), বসন্ত
(নাটকটি তিনি নজরুলকে উৎসর্গ করেন),
কালের যাত্রা, তাসের দেশ, শ্যামা, ডাকঘর,
বিসর্জন, রাজ এবং রানী, রাজা, চিত্রাঙ্গদা,
অচলায়তন, তাপসী, মুক্ত ধারা, অরুপরতন,
নটির পূজা, রক্তকরবী, মালিনী।
• তার উল্লেখযোগ্য ছোট গল্প হচ্ছে ভিখারিণী
(প্রথম প্রকাশিত ছোটগল্প), সমাপ্তি, ক্ষুদিত
পাষাণ, মনিহার, অতিথি।
• রবীন্দ্রনাথের মোট কাব্যগ্রন্থ ৫৬ টি। তার
মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কবি-কাহিনী (প্রথম
কাব্যগ্রন্থ), বনফুল, বলাকা, নবজাতক,
শেষলেখা।
• হিন্দু মেলার উপহার রবীন্দ্রনাথের প্রথম
কবিতা।
• রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য প্রবন্ধ হচেছ
ভ্রমণকাহিনী, য়ুরোপ প্রবাসীর পত্র, জাভা
যাত্রীর পত্র, জাপান যাত্রী, রাশিয়ার
চিঠি, বাংলা ভাষার পরিচয়, শব্দতত্ত্ব,
সভ্যতার সংকট, কালান্তর, স্বদেশ।
• রবীন্দ্রনাথের আত্নজীবনী হলো আমার ছেলে
বেলা, জীবনস্মৃতি।
.
---------------------------------------
★ প্রমথ চৌধুরী (১৮৬৮-১৯৪৬) :
---------------------------------------
১।১৮৬৮ খ্রিস্টাব্দের ৭আগস্ট যশোরে জন্মগ্রহণ
করেন।
২। ছদ্মনাম – বীরবল।
৩।বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক। চার
ইয়ারী কথা-বাংলা সাহিত্যে চলিত রীতিতে
লেখা প্রথম গ্রন্থ)। এটি সবুজপত্র পত্রিকায়
প্রকাশিত হয়।
৪।’সবুজপত্র’ (১৯১৪)পত্রিকার সম্পাদক।তিনি
‘বিশ্বভারতী’ পত্রিকারও সম্পাদনা করেন।
৫।প্রমথ চৌধুরী রবীন্দ্রনাথের অগ্রজ বাংলার
প্রথম সিভিলিয়ান সত্যেন্দ্রনাথ ঠাকুরের
কন্যা ইন্দিরা দেবীকে বিয়ে করেন। এই
ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করেই তিনি
‘ছিন্নপত্রে’র পত্রগুলো লিখেছিলেন।
৬।প্রমথ চৌধুরী পশ্চিমবঙ্গের নদীয়া জেলার
শান্তিপুর ও কৃষ্ণনগর অঞ্চলের শিক্ষিত
শিষ্টজনের মুখের ভাষাকে রবীন্দ্রনাথ ঠাকুরের
সহযোগিতায় ‘সবুজপত্র’ পত্রিকার মাধ্যমে
চলিত রীতিতে রূপ দেন।
৭।চলিত রীতিতে লেখা তাঁর প্রথম রচনা –
‘বীরবলের হালখাতা’ (১৯১৬)।এটি চলিত
রীতিতে প্রকাশিত বাংলা সাহিত্যেরও প্রথম
গ্রন্থ।
৮।তিনি বাংলা সাহিত্যে চলিত ভাষার
প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হিসেবে
পরিচিত।
৯।প্রমথ চৌধুরীর প্রবন্ধগ্রন্থগুলো মনে রাখুন:
প্রবন্ধ সংগ্রহের লেখক প্রমথ চৌধুরী আমাদের
শিক্ষা দেয়ার জন্য নানাজনের নানাকথার পরেও
নানাচর্চায় বীরবলের হালখাতায় তেল-নুন-
লকড়ি দিয়ে রায়তের কথা লিখলেন।
** (ক)প্রবন্ধ সংগ্রহ (প্রথম খণ্ড-
১৯৫২,দ্বিতীয় খণ্ড-১৯৫৩)
(খ)আমাদের শিক্ষা(১৯২০)
(গ)নানাকথা (১৯১৯)
(ঘ)নানাচর্চা (১৯৩২)
(ঙ) বীরবলের হালখাতা (১৯১৬)
(চ)তেল-নুন-লকড়ি (১৯০৬)
(ছ)রায়তের কথা (১৯২৬)
১০।তিনি বাংলা কাব্যসাহিত্যে ইটালীয়
সনেটের প্রবর্তক হিসেবে বিশেষ স্থান লাভ
করেন।তাঁর রচিত কাব্যগ্রন্থগুলো হল –
(ক)সনেট পঞ্চাশৎ(১৯১৩)
(খ)পদচারণ (১৯১৯)
১১।প্রমথ চৌধুরীর গল্পগ্রন্থ :
আহুতি নীললোহিতকে চার(ইয়ারী) কথা
বললেন।
(ক)চার ইয়ারী কথা (১৯১৬)
(খ)আহুতি(১৯১৯)
(গ)নীললোহিত (১৯৪১)
১২।”সুশিক্ষিত মানুষ মাত্রি স্বশিক্ষিত”-
উক্তিটি প্রমথ চৌধুরীর।
১৩। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে
‘জগত্তারিণী স্বর্ণপদক’ লাভ করেন।
.
---------------------------------------
★ শরত্চন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬-১৯৩৮)
---------------------------------------
• তিনি বাংলা সাহিত্যে 'অপরাজেয়
কথাশিল্পী নামে পরিচিত। তিনি ১৯২৩
সালে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে
'জগত্তারিণী' পদক এবং ১৯৩৬ সালে ঢাকা
বিশ্ববিদ্যালয় হতে ডি.লিট উপাধি লাভ
করেন।
• তিনি বাংলা সাহিত্যে উপন্যাস রচনার জন্য
বিশেষ খ্যাতি অর্জন করেন। তার উল্লেখযোগ্য
উপন্যাস হচ্ছে বড়দিদি (এটি তার প্রথম
উপন্যাস), শ্রীকান্ত (৪ খন্ডে রচিত এটি তার
শ্রেষ্ঠ রচনা), পথের দাবী, গৃহদাহ, দেবদাস,
শুভদা, চরিত্রহীন, দত্তা।
• তার রচিত নাটক হচ্ছে ষোড়শী, বিজয়া, রমা।
• তিনি 'নারীর মূল্য' নামে একটি প্রবন্ধ
রচনা করেন।
• কুন্তলীন পুরস্কার প্রাপ্ত ছোট গল্প 'মন্দির'
তার প্রথম রচনা।
শরত্চন্দ্রের গল্পসমূহ :
বিলাসীর মেজদিদি বিন্দুর দুই ছেলে মহেশ ও
পরেশ আর এক মেয়ে সতী মন্দিরের জমি নিয়ে
মামলার ফলে তারা আজ কপর্দকশুন্য।
শরত্চন্দ্রের উপন্যাস মনে রাখার কৌশলঃ
অরক্ষণীয় গৃহের ছবি দেখে কাশীনাথ
শ্রীকান্তকে বললেন, "চরিত্রহীন দেবদাস পশুর
সমান "।
চ- চরিত্রহীন, দেব- দেবদাস, দেনা পাওনা।,
দাস- বিপ্রদাশ।, প-পরিণীতা।, শু-
পণ্ডিতমশাই।, র-পথের দাবি।, স-পল্লী
সমাজ।, মা-রামের সুমতি।, ন-চন্দ্রনাথ।
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০-১৯৩১)
• রায়নন্দিনী, তারাবাঈ তার উল্লেখযোগ্য
উপন্যাস।
• তিনি অনল প্রবাহ নামক একটি কাব্যগ্রন্থ
রচনা করেন যা ইংরেজ সরকার বাজেয়াপ্ত করে।
• তার রচিত মহাকাব্য হচ্ছে স্পেন বিজয়কাব্য।
• তুরস্ক ভ্রমণ তার রচিত প্রবন্ধ।

No comments:

Post a Comment